অপরাধ, ট্যাক্সির মধ্যে সমকামী চুম্বন! তাতেই চরম হেনস্থার মুখে পড়লেন এক সমকামী দম্পতি। মার্কিন যুক্তরাষ্ট্রের এই ঘটনাই অবাক করে দিয়েছে সকলকে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবিসি নিউজে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, নিউ ইয়র্কের বাসিন্দা অ্যালেক্স লোভাইল ও এমা পিচি গত শনিবার একটি ট্যাক্সি বুকিং করেন। কিন্তু বিপত্তি বাঁধে ট্যাক্সিতে চড়ার সময়।
ওই মহিলাদের দাবি, গাড়ি চলার সময় তাঁরা একে অপরকে চুম্বন করেন। এর পরেই রে রে করে ওঠেন ওই ট্যাক্সি চালক।
সমকামী ওই যুগলের দাবি, এর পরেই ট্যাক্সি চালক ওই তাঁদের গাড়ি থেকে নেমে যেতে বলেন। ওই মহিলাদের অভিযোগ, গাড়ি চালক তাঁদের জানান সমপ্রেমী চুম্বন এখানে অবৈধ। পাশাপাশি তাঁদের সঙ্গে অভব্য ব্যবহার করা হয় বলেও অভিযোগ।
গোটা ঘটনার ভিডিও রেকর্ড করে সোশ্যাল সাইটে আপলোড করেন অ্যালেক্স লোভাইল।