চলতি রাশিয়া বিশ্বকাপে ফুটবলের মহাতারকা আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা বারেবারেই শিরোনামে এসেছেন নানা কারণে। কখনও অসংলগ্ন আচরণে, বর্ণবৈষম্যমূলক ভাবভঙ্গিতে, আবার কখনও মধ্যমা দেখিয়ে। ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার ৩-৪ গোলে হেরে যাওয়ার দিনেও শিরোনামে থাকলেন এই ফুটবল যাদুকর। খবর এবেলার।
মেসিদের হেরে যাওয়ার দিনেই গ্যালারিতে চরম আশ্লেষে বান্ধবীকে চুমু দিলেন ম্যারাডোনা। ভিআইপি গ্যালারিতে ম্যারাডোনার সঙ্গে অন্যান্য ম্যাচের মতোই হাজির হয়েছিলেন বান্ধবী রোকিও অলিভা।
চিকিৎসকরা বারণ করেছিলেন। তবু ম্যারাডোনা শোনেননি। কাজান স্টেডিয়ামের ভিআইপি বক্সে চলে এসেছিলেন তিনি। স্বচক্ষে মেসিদের খেলা প্রত্যক্ষ করেন সেখানেই বসে।
আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে ম্যারাডোনার সঙ্গিনীকে দেখা গেল বয়ফ্রেন্ডের সঙ্গে। পাশেই ছিলেন রোনাল্ডো নাজারিও দ্য লিমা।
গোটা ম্যাচই উপভোগ করছিলেন কিংবদন্তির প্রেয়সী। সেখানেই একান্ত মুহূর্তে প্রকাশ্যে ধরা দিলেন ম্যারাডোনা-অলিভা।
আর্জেন্টাইন কিংবদন্তিকে চলতি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছিল ফিফা। প্রতিটি ম্যাচে হাজির থাকার জন্য ফিফার পক্ষ থেকে ৯ লাখ টাকা হাতখরচ দেয়া হচ্ছিল তাকে।
তবে নাইজেরিয়ার বিরুদ্ধে রূদ্ধশ্বাস জয়ের পরে অসুস্থ হয়ে পড়েন ম্যারাডোনা। গুজবে ছড়িয়ে পড়ে তার মৃত্যুসংবাদ। এরপরে ম্যারাডোনা স্বয়ং সেই গুজব উড়িয়েছিলেন।
এরপরে প্রি কোয়ার্টার ফাইনালে হাজির থাকার সময়েই বান্ধবীকে প্রকাশ্যে চুম্বন করলেন। সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে।
যুগান্তর