আভা ডেস্কঃ সিরিজের প্রথম টেস্টে টসে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টিস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন উইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রাফেট।
জিতলে তিনিও ফিল্ডিং-ই নিতেন-টসের সময় এমনটাই বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। কেন সাকিব কথাটা বলেছিলেন সেটা প্রমাণ করেছেন ক্যারিবীয় বোলাররা। স্কোরবোর্ডে ৩ রান যোগ হতেই, মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত ফিরে গেছেন ব্যক্তিগত রানে খাতা খোলার আগেই।
ক্যারিবীয়দের মাঠে এখন পর্যন্ত ৮টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর ভেতর বাংলাদেশকে হারতে হয়েছে ৫টি ম্যাচেই। তিন ম্যাচে জয়ের পাশাপাশি একটি ম্যাচ ড্র করতে সক্ষম হয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।
ওয়েস্ট ইন্ডিজের মাঠে খেলা আট টেস্টের ভেতর এর আগে কেবল একটি ম্যাচ স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে খেলেছে বাংলাদেশ। ২০১৮ সালের সেই টেস্টে বাংলাদেশকে হারতে হয়েছিল ইনিংস ও ২১৯ রানের বড় ব্যবধানে। সেই টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে গিয়েছিল ৪৩ রানে। এখন পর্যন্ত এটিই টেস্টে বাংলাদেশের এক ইনিংসে সর্বনিম্ন স্কোর।
সিরিজের প্রথম টেস্টে তিন পেসার ও এক বিশেষজ্ঞ স্পিনার নিয়ে আক্রমণ সাজিয়েছে বাংলাদেশ। এবাদত হোসেন, খালেদ আহমেদ ও মুস্তাফিজের সঙ্গে স্পিনার হিসেবে আছে মেহেদী মিরাজ। আর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তো থাকছেনই। ব্যাটিং লাইনআপে মুশফিকুর রহিমের বদলে একাদশে এসেছেন আরেক উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান।