ইরাকের জাতীয় সংসদ নির্বাচনে বেশির ভাগ আসনে বিজয়ী জোট আসায়েব আহল আল হাকের ওপর নিষেধাজ্ঞা দেয়ার লক্ষ্যে মার্কিন প্রতিনিধি পরিষদ যে বিল আনছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাগদাদের প্রতি আহ্বান জানিয়েছে ওই জোট।
মার্কিন প্রতিনিধি পরিষদ সর্বসম্মতভাবে একটি বিলে ভোট দিয়েছেন যার আওতায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শিয়া জোট আসাইব আহল আল হাক এবং হারাকাত হিবুল্লাহ আল নুজাবের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দেয়ার অনুমতি দেয়া হবে।
বিলটিকে আইন হিসেবে রূপান্তরিত করতে সেটি এখন সিনেটের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।
শুক্রবার এক বিবৃতিতে আসাইব আহল আল হাক ওয়াশিংটনের এ ‘বিদ্বেষী এবং বলদর্পী’ নীতির বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার আহ্বান জানায় এবং মার্কিন প্রতিনিধি পরিষদের পদক্ষেপকে বোকামিপূর্ণ সিদ্ধান্ত হিসেবে আখ্যায়িত করে।
এছাড়া বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিতর্কিত বিলের কড়া জবাব দিতে জোট বাগদাদে নিযুক্ত মার্কিন দূতাবাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে।
আসাইব আহল আল হাক বাদর্ সংগঠনের মহাসচিব হাদি আল আমেরির নেতৃত্বাধীন জোট ফাতাহ বা কনকোয়েস্ট জোটের সদস্য।
গত ১২ মে অনুষ্ঠিত ৩২৯ আসনের সংসদ নির্বাচনে আসাইব আহল আল হাক ৪৭টি সিট পেয়ে দ্বিতীয় স্থান লাভ করে।
আসাইব আহল আল হাকের রাজনৈতিক শাখার সদস্য লাইথ আল আজারি জোর দিয়ে বলেন যে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের বলদর্পী নীতি মোকাবেলায় জোটের সক্ষমতা আরও বাড়িয়ে দেবে।
তিনি আরও বলেন, আসাইব আহল আল হাকসহ আরও কিছু সংগঠনকে সন্ত্রাসীদের তালিকায় অন্তর্ভুক্তি সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি ইরাকি ভূখণ্ডে মার্কিন পরিকল্পনা মোকাবেলায় আমাদের সক্ষমতা আরও শক্তিশালী করবে।
যুগান্তর