আভা ডেস্ক: আসারাম বাবু, রাম রহিম এখন হাজতে। কিন্তু তাদের ‘ছায়া’ এখনও সমাজ থেকে মুছে যায়নি। ফের তা প্রমাণ হল। শিষ্যাকে ধর্ষণের দায়ে গ্রেফতার হল স্বঘোষিত ধর্মগুরু দাতি মহারাজ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঘটনা দু’বছর আগের। দক্ষিণ দিল্লির ফতেহপুরে দাতি মহারাজের আশ্রমে বছর ২৫-এর এক মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ওই ধর্মগুরুর সাগরেদও এই ধর্ষণে মদত দেয় বলে অভিযোগ। নির্যাতিতা মহিলা ওই ধর্মগুরুর আশ্রমের শিষ্যা ছিলেন বলে জানা গিয়েছে।
অভিযোগকারিনী ওই মহিলা জানিয়েছেন, ঘটনার সময়ে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। কয়েক দিন আগে তিনি পরিবারকে সমস্ত কথা খুলে বলেন। তার পরেই পরিবারের ভরসায় থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তিনি।
ইতিমধ্যে অভিযোগের ভিত্তিতে দাতি মহারাজকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগকারিণী মহিলার বয়ান রেকর্ড করা হয়েছে।
দিল্লির মহিলা কমিশনের প্রধান নির্যাতিতা মহিলার সঙ্গে দেখা করেছেন। সঠিক নিরাপত্তা-সহ ঘটনার তদন্তে সহযোগিতা করবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
নির্যাতিতা মহিলার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের করার পর থেকেই তাঁর পরিবারকে ক্রমশ হুমকি দেওয়া হচ্ছে। ফলে পরিবার নিয়ে থানায় আশ্রয় নিয়েছেন ওই মহিলা।