পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে শিশু হত্যা মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী সালমা আক্তার শিলু বিষয়টি নিশ্চিত করেছেন। ২৮ বছর বয়সী দণ্ডিত মো. রাসেলের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার রহিমপুর গ্রামে।
মামলার এজাহারে বলা হয়, ২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারি ঈশ্বরদী উপজেলার নতুন হাট এলাকায় সাত বছরের এক শিশুকে লিচু বাগানের ঘাস কাটার কথা বলে নিয়ে যান রাসেল। সেখানে রাসেল তাকে বলাৎকারের পর কাঁচি দিয়ে গলা কেটে হত্যা করেন।
শিশুটির বাবা ২৫ ফেব্রুয়ারি ঈশ্বরদী থানায় হত্যা মামলা করেন। পুলিশ এ মামলায় রাসেলকে গ্রেপ্তার করলে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
আইনজীবী শিলু বলেন, ‘সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অপরাধ প্রমাণ হওয়ায় রাসেলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।’