মাসুদ আলী : পুঠিয়া নিউজ
রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরে জেলা যুবলীগের সহ-সভাপতি ও পুঠিয়া দূর্গাপুরের সম্ভাব্য এমপি প্রার্থী শিল্পপতি ওবায়দুর রহমানের ইফতার পার্টিতে মানুষের ঢল নেমেছে। নারী পুরুষ মিলে অন্তত সাড়ে ৫ হাজার মানুষ এতে অংশ নেয়।
গতকাল শুক্রবার উপজেলার বেলপুকুর ইউনিয়নের জামিড়া গ্রামে ওবায়দুরের নিজ বাড়িতে এ বিশাল ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বিকেল থেকেই ইফতার মাহফিলে যোগদিতে বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষের আগমন ঘটে।
বিশিষ্ঠ ব্যবসায়ী ওবায়দুর রহমানের ব্যক্তিগত আয়োজনে তার ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ। এছাড়াও জেলা যুবলীগের সহ-সভাপতি, যুব মহিলা লীগ নেত্রী, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ এবং ইউনিয়ন আ’লীগ, যুবলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এব্যপারে ওবায়দুর রহমান বলেন, প্রতিবছর রমজান মাসে আমার মরহুম পিতা খবির উদ্দিন সহ আমার পরিবারের সকলের জন্য দোয়া কামনা করে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। তিনি বলেন, সকলে আমাকে আমার পরিবারকে ভালোবেসে ইফতার মাহফিলে যোগদান করেছেন। আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।