সিংড়া প্রতিনিধি:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর মূল দর্শন ও তারুন্যের শক্তির সমন্বয়ে বিএনপি পুন:জ্জীবিত হতে পারে। দেশ মহাসঙ্কটের দিকে এগিয়ে চলছে। দেশ রক্ষায় জিয়াউর রহমানের সততার আদর্শ অনুসরণ করতে হবে। আর বেগম জিয়ার মুক্তি ও অংশগ্রহন ছাড়া কোনো নির্বাচন হবে না।
বুধবার পৌর কমিউনিটি সেন্টারে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে সিংড়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলে বিএনপির নেতাকর্মীরা এসব কথা বলেন।
সিংড়া থানা বিএনপির সভাপতি এ্যাড. মজিবুর রহমান মন্টু সভাপতিত্বে বক্তব্য রাখেন, থানা বিএনপির সিনিয়র সভাপতি এ্যাড. আলী আজগর খান, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল ফটিক, শহর বিএনপির সাধারণ সম্পাদক তায়েজুল ইসলাম, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট এম ইউসুফ আলী, থানা বিএনপির সহ-সভাপতি শাহাদৎ হোসেন, আফছারুজ্জামান, শারফুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি সাখাওয়াত হোসেন, শহর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহিদুল ইসলাম, থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাধু, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন খান, দপ্তর সম্পাদক হারুর অর রশিদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, ছাত্রদল নেতা শাহাদৎ হোসেন মিন্টু, ওলামাদল সভাপতি মাও: আসাদুল ইসলাম আসাদ প্রমূখ।