লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার বিভন্ন এলাকায় পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ ৬ জনকে আটক করেছে।
লালপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে লালপুর থানা পুলিশ উপজেলার অন্যতম মাদক স্পট ভাদুর বটতলা এলাকায় অভিযান চালায়। এসময় ১০০ গ্রাম হেরোইনসহ সবুজ মন্ডল (৩৮) কে আটক করে। সে পাবনা সদর থানার সাতাদিয়াড় পূর্বপাড়ার ইনছার মন্ডলের ছেলে।
অপর দিকে একই এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিচ ইয়াবাসহ জোকাদহ স্কুলপাড়া গ্রামের রস্তুুমের ছেলে মজনু (৩৫) ও আলম শেখের ছেলে সাইদুল শেখ (৩৬) কে আটক করে।
এছাড়াও পুলিশ জানায়, গোপালপুর পৌরসভার রেলগেট এলাকায় পৃথক অভিযানে নাটোরের কাঠালবাড়িয়া এলাকার হযরত আলীর ছেলে আকতার হোসেন (২৪), আব্দুল করিমের ছেলে শাহীন আলম (২৫) ও শহিদুলের ইসলামের ছেলে রেজাউল করিম (২৫) আটক করা হয়। লালপুর থানা পুলিশ তাদের মঙ্গলবার আদালতে প্রেরণ করেন।
এ ব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।