কুষ্টিয়ার কুমাখালীতে লালনের আখড়ায় শুরু হয়েছে দু’দিনব্যাপী আষাঢ়ে জ্ঞান পূর্ণিমা উৎসব। দেশের বিভিন্ন স্থান থেকে লালন অনুসারীরা যোগ দিচ্ছেন এ সাধুসঙ্গে। আর আয়োজক ও আগত লালন অনুসারীদের সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশের পক্ষ থেকেও নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।
শুক্রবার (২৯ জুন) সন্ধ্যায় অধিবাস পালনের মধ্য দিয়ে শুরু হয় জ্ঞান পূর্ণিমার সাধুসঙ্গ। লালনের গানের সুরে সুরে আখড়া মাতিয়ে রাখেন ভক্তরা। আর সেই সঙ্গে মরমী সাধক লালন শাহের দর্শন ও আদর্শ পেতে বিভিন্ন স্থান থেকে আখড়ায় এসেছেন ভক্ত ও দর্শনার্থীরা।
গত কয়েক বছর ধরে উৎসবটি শুরু হলেও এরই মধ্যে ব্যাপক সাড়া মিলছে ভক্তদের মাঝে। উৎসবের মাধ্যমে লালনের দীক্ষা ছড়িয়ে পড়ছে ভক্তদের মাঝে, এমনটাই মনে করেন লালন অনুসারীরা।
এদিকে জ্ঞান পূর্ণিমা উৎসবকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ।
এবারের উৎসবে যোগ দিয়েছেন ৩ শতাধিক লালন অনুসারী।