ভোরের আভা ডেস্ক: লক্ষ্মীপুরের কমলনগরে তিন বছরের শিশু ধর্ষণের ঘটনায় মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে ওই শিশুর বাবা বাদী হয়ে পান ব্যবসায়ী সাঈদ উল্যাকে আসামি করে থানায় এ মামলা দায়ের করেন।
তবে আজ শনিবার দুপুর পর্যন্ত মামলার আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
থানা পুলিশ জানায়, উপজেলার চর মার্টিন গ্রামে শুক্রবার সকালে পান ব্যবসায়ী সাঈদ উল্যা পথে একা পেয়ে শিশুকে তুলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। সাঈদের বাড়ি উপজেলার চরলরেন্স এলাকার হলেও তিনি চরমার্টিন গ্রামের শ্বশুর বাড়িতে থাকতেন। স্থানীয় লোকজন শিশুকে আশঙ্কাজনক রক্তাক্ত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। দায়ের করা মামলাটি তদন্তের জন্য হাজীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রকে উপ-পরিদর্শককে (এসআই) আবুল কালাম আজাদ দায়িত্ব দেওয়া হয়।
কমলনগর থানার ওসি ইকবাল হোসেন বলেন, শিশু ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করতে কয়েকস্থানে অভিযান চালানো হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
কালেরকণ্ঠ