রংপুর পীরগাছা, প্রতিনিধিঃ নাম তার রাজু মিয়া (৩৫)। বাড়ি রংপুর পীরগাছায়। র্যাব কর্মকর্তা পরিচয়ে তিনি বিভিন্নজনের সাথে করেন প্রতারণা। নানা কাজের কথা বলে হাতিয়ে নেন মোটা অঙ্কের টাকা। অবশেষে বুধবার তিনি ধরা পড়েছেন পুলিশের হাতে। উদ্ধার হয়েছে র্যাবের পোশাক পরিহিত ছবি, জাল পরিচয়পত্রসহ প্রতারণায় ব্যবহৃত নানা কাগজপত্র।
সূত্র জানায়, র্যাব কর্মকর্তা ছাড়াও অন্য সংস্থার পরিচয়ে প্রতারণা করেন রাজু মিয়া। তার বাড়ি পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়নের শুল্লিপাড়া গ্রামে। বাবার নাম রহিম উদ্দিন। বুধবার বিকেলে গ্রেপ্তারের সময় রাজু মিয়ার কাছে পাওয়া গেছে র্যাবের পোশাক পরিহিত ছবি, একাধিক জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন সংস্থার সাতটি পরিচয়পত্র।
পুলিশ জানায়, বিভিন্ন ব্যক্তির সাথে প্রতারণার বিষয়ে সংবাদ পেয়ে রাজু মিয়ার প্রকৃত পরিচয় ও অবস্থান জানার চেষ্টা চলছিল। বুধবার নিশ্চিত তথ্য জেনে গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাজু মিয়া নিজ এলাকা ছাড়াও বিভিন্ন স্থানে র্যাবের কর্মকর্তা পরিচয় দিয়ে আসছিলেন।
পীরগাছা থানার ওসি রেজাউল করিম বলেন, ‘রাজুর বিরুদ্ধে একাধিক সংস্থার ভুয়া পরিচয়পত্র দেখিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে।