রাশিয়া বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দুই ম্যাচে করা চার গোল বিশেষ গুরুত্ব পাচ্ছে না সেস ফ্যাব্রিগাসের কাছে। আর্জেন্টিনার খুঁড়িয়ে খুঁড়িয়ে চলার পেছনে দলটির সেরা তারকা লিওনেল মেসির দায়ও দেখছেন না স্পেনের এই মিডফিল্ডার।
ফ্যাব্রিগাস বিবিসি স্পোর্টের কলামে লিখেছেন, স্পেনের বিপক্ষে হ্যাটট্রিকসহ দুই ম্যাচে রোনাল্ডোর করা চার গোল এসেছে ‘সেট-পিস, পেনাল্টি এবং (প্রতিপক্ষের) ভুলগুলো থেকে।’
বার্সেলোনার সাবেক সতীর্থ মেসির প্রশংসা করলেও আইসল্যান্ডের সঙ্গে ড্র ও ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে আগেভাবে বিদায় নেয়ার শঙ্কায় থাকা আর্জেন্টিনার মানের ঘাটতি নিয়ে হতাশা জানান ফ্যাব্রেগাস।
তিনি বলেন, ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচেও মেসির জন্য একই গল্প ছিল কিন্তু এটা তার ত্রুটি ছিল না। যেটা আমি আর্জেন্টিনার হারের পর টিভি বিশ্লেষণে বলেছি, তাদের ভেঙে পড়া দলের মতো দেখাচ্ছিল। তাই এটা আসলেই তার (মেসি) জন্য ভীষণ কঠিন।
যুগান্তর
জনস্বার্থে প্রচার আমাদের লক্ষ্য, আপনাদের মতামত প্রযোজ্য।