নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি করোপরেশন নির্বাচনে অংশ নিতে শেষ দিন বৃহস্পতিবার পর্যন্ত মেয়র পদে ৬ জনসহ কাউন্সিলর পদে মোট ২২২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সকাল নয়টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
রাজশাহী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র মতে, মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৭০ জন এবং ও সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর পদে ৫২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীরা এ দিন নির্বাচনের রিটার্নিং অফিসার সৈয়দ আমিরুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন। নারী কাউন্সিলর পদের যারা মনোনয়ন তুলেছিলেন, তাদের সবাই জমা দিয়েছেন। তবে মেয়র পদে একজন এবং সাধারণ কাউন্সিলর পদে তিনজন মনোনয়নপত্র তুলেও দাখিল করেননি।
গত ১৩ জুন থেকে মনোনয়নপত্র বিতরণ ও দাখিল শুরু হলেও মেয়র পদের প্রার্থীরা গতকাল শেষ দিনে এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রত্যেক প্রার্থীর সঙ্গেই ছিলেন তাদের কর্মী ও সমর্থকরা। ফলে তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় চত্বর।
রাসিক নির্বাচনে মেয়র পদে যেসব প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাঁরা হলেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, সদ্য পদত্যাগকারী মেয়র ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, জাতীয় পার্টির প্রার্থী ওয়াসিউর রহমান দোলন, গণসংহতি আন্দোলনের প্রার্থী মুরাদ মোর্শেদ, বাংলাদেশ জাতীয় পার্টির হাবিবুর রহমান ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের শফিকুল হাসান। মেয়র পদে মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইটের পক্ষে মনোনয়নপত্র তোলা হলেও তিনি জমা দেননি।
জেলা নির্বাচন কর্মকর্তা আতিয়ার রহমান জানান, আগামী ১ ও ২ জুলাই প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ জুলাই। প্রতীক বরাদ্দ করা হবে ১০ জুলাই। এরপর প্রার্থীরা প্রচারণা শুরু করতে পারবেন। ভোট গ্রহণ করা হবে আগামী ৩০ জুলাই। রাসিকের ৩০টি ওয়ার্ডে এবার মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৮ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫৬ হাজার ৮৫ জন। আর নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৫৩ জন।