নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। দলীয় মনোনয়ন পাওয়ার পর আজ রবিবার সকালে লিটনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নওসের আলী।
তিনি জানান, মেয়র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা এএইচএম খায়রুজ্জামান লিটন ঢাকায় থাকায় তাঁর হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। লিটন রাজশাহীতে এলে তাঁকে সঙ্গে নিয়ে নগরীর রাজপাড়া থানা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেওয়া হবে।
এর আগে গত বৃহস্পতিবার রাজশাহীসহ তিন সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত করে দলটি। সেই হিসেবে রাজশাহীতে মনোনয়ন পান সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এদিকে রাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আতিয়ার রহমান জানান, এখন পর্যন্ত মেয়র পদে একজন, সাধারণ কাউন্সিলর পদে ১৫৬ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।