নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের মহতি মিলন মেলা, আলোচনা সভা ও ইফতার মাহফিল রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গনে এসবের আয়োজন করা হয়।
রাবি ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল করিম কল্লোলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের কিউরেটর, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব, সাবেক শিক্ষা সচিব, সাবেক তথ্য ও বিজ্ঞান বিষয়ক সচিব নজরুল ইসলাম খান। এ সময় তিনি রাবি ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় গিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য নৌকার পক্ষে কাজ করার নির্দেশ দেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাড. আমিরুল ইসলাম মিলন, রাবি ছাত্রলীগের সাবেক সভাপতি শাখওয়াত হোসেন শফিক, মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা পান্না, রাবির আমির আলী হল শাখা ছাত্র সংসদের সাবেক ভিপি প্রাণ কৃষ্ণ রায়, রাবি ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কামরুজ্জামান চঞ্চল, রাবি ছাত্রলীগের সাবেক জামিল হোসেন চলন্ত, ওবায়দুর রহমান বিপ্লব, রাবি ছাত্রলীগের সাবেক সভাপতি আউয়াল কবির জয়, আহম্মদ আলী মোল্লা, রাবি ছাত্রলীগের সাবেক নেতা দিপায়ন সরকার দীপ, রাজু শিকদার, তাজমহল হিরোক, রাবি ছাত্রলীগের সাবেক সভাপতি এম মিজানুর রহমান রানা, সাধারণ সম্পাদক তৌহিদ আল হোসেন তুহিন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু, রাবি ছাত্রলীগের সাবেক নেতা শফিকুল ইসলাম শফিক, সরকার ফারহানা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে রাবি ছাত্রলীগের সাবেক নেতা খালিদ হাসান নয়ন, ইমরান আলী, আতিকুর রহমান সুমনসহ প্রায় চার শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও ইফতার মাহফিল শেষে রাবি ছাত্রলীগের সাবেক নেতারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।