নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি) এক ছাত্রীকে শ্লিতাহানীর অভিযোগে নগরীর মতিহার থানা পুলিশ চেকপোস্ট বসিয়ে অভিযুক্ত অটো চালককে আটক করেছে। আটককৃত ওই চালকের নাম আকাশ (২২)। সে নগরীর উপকণ্ঠ বেলপুকুর থানা এলাকার খলিলুর রহমানের ছেলে।
মতিহার থানার ওসি মাহবুব হোসেন জানান,ঘটনাটি ঘটে গত শুক্রবার সন্ধ্যার দিকে। শ্লিতহানীর শিকার ওই ছাত্রী সেদিন রাবি বিজ্ঞান ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় অটো চালক আকাশ তাকে একা পেয়ে শরীরে হাত দেয়। এরপর ছাত্রীটি প্রতিবাদ জানালে আকাশ থেকে অটো থেকে নেমে মেয়েটির গালে চড় বসিয়ে দেয়। তারপর আকাশ ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়ে। তবে পালিয়ে যাওয়ার সময় মেয়েটি অটোরিকশার গায়ে লিখা নামটি লিখে রাখে।
ওসি আরো জানান, ওই ঘটনার পরে মেয়েটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিযোগ করে। কর্তৃপক্ষ পুলিশকে জানায়। অভিযোগ পেয়ে মঙ্গলবার দুপুর থেকে নগরীর চৌদ্দপায় ফায়ার সার্ভিস মোড় এলাকায় চেকপোস্ট বসানো হয়। সেখানে তল্লাশির সময় মেয়েটির অভিযোগকৃত রিতা পরিবহণ নামের ওই অটোটিসহ পুলিশ চালককে আটক করে। এরপর মেয়েটি এসে অভিযুক্ত চালককে সনাক্ত করে। চালককে ওই ঘটনায় গ্রেপ্তার দেখানো হয়েছে।