ভোরের আভা ডেস্ক: রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ জুলাই। তারিখ নির্ধারণের বিষয়টি জানিয়েছেন নির্বাচন কমিশন।
মঙ্গলবার (২৯ মে) দুপুর দেড়টার দিক নির্বাচন কমিশনের বৈঠকে নির্বাচনের দিন ধার্যের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নির্বাচন প্রসঙ্গে কমিশন আরো জানিয়েছেন, নির্বাচনের জন্য মনোনয়ন যাচাই বাছাইয়ের দিন ধার্য করা হয় ১ থেকে ২ জুলাই। এবং মনোনয়ন প্রত্যাহার ৯ জুলাই।
আর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে ১০ জুলাই।