নিজস্ব প্রতিবেদক:
মঙ্গলবার সন্ধ্যায় নগরীর তৃপ্তি চাইনিজ রেস্টুরেন্টে রাজশাহী মহানগর জাতীয় পার্টির জরুরী সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পার্টির সভাপতি ও রাজশাহী -৩ আসনের সাংসদ প্রার্থী শাহাবুদ্দিন বাচ্চু। সভা পরিচালনা করেন রাজশাহী মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান ডালিম।
সভায় আগামী ৩০ জুলাই রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী হিসেবে সর্বসম্মতিক্রমে ওয়াসিউর রহমান দোলনের পক্ষ্যে উপস্থিত সকল নেতাকর্মী সম্মতি প্রদান করেন।
ওয়াসিউর রহমান দোলন রাজশাহী মহানগর জাতীয় পার্টির সহসভাপতি, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী মহানগর যুব সংহতির সভাপতি।
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন ৩০ জুলাই। ২৮ জুন মনোনয়ন দাখিলের শেষদিন। প্রত্যাহার ৯ জুলাই। প্রতীক বরাদ্দ ১০ জুলাই।
সভায় উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি লুতফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মিন্টু, শাহিনুল ইসলাম শাহিন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, শ্রম সম্পাদক মুক্তার হোসেন, মহানগর ছাত্র সমাজের সভাপতি হাবিবুর রহমান হাবিব,সাধারন সম্পাদক রামিল হাসান সুইট, বিশ্ববিদ্যালয় সদস্য সচিব জাকারিয়া তনু প্রমুখ।
আগামী ১ জুন রাজশাহী মহানগর জাতীয় পার্টির সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে নগরীতে এ উপলক্ষে জাতীয় পার্টির আনন্দ মিছিল অনুষ্ঠিত হবে।