নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৪৩ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ৯ জন, রাজপাড়া থানা ৮ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ৮ জন, কাটাখালি থানা ২ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ৫ জন, কর্ণহার থানা ৩ জন, দামকুড়া থানা ২ জন ও ডিবি পুলিশ ২ জনকে আটক করে। যার মধ্যে ১৮ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মোঃ ইফতে খায়ের আলম তাঁর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বোয়ালিয়া মডেল থানা পুলিশ মোঃ আতিকুল ইসলাম আকন্দ রকি (৩০) কে ১৩ পিস ইয়াবাসহ, চন্দ্রিমা থানা পুলিশ মোঃ সোহেল (২৯) কে ০২ গ্রাম হেরোইনসহ আটক করে। কাটাখালি থানা পুলিশ মোঃ মাসুম (৩০) কে ১৭ পিস ইয়াবসহ ও মোঃ মেহেদী হাসান শুভ (২৭) কে ১০ পিস ইয়াবাসহ আটক করে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ মোসাঃ রুমি আক্তার শিপু(৩৩) কে ২০ পিস ইয়াবাসহ আটক করে। ডিবি পুলিশ মোঃ কালু(২৮) কে ২০ বোতল ফেন্সিডিলসহ আটক করে।
তিনি আরো বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।