পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নে ইউনিয়ন আ’লীগের সভাপতি ফজলুর রহমানের বাঁধায় ভিজিএফ এর চাল বিতরণ বন্ধ রয়েছে। এতে ইউনিয়ন পরিষদে দুরদুরান্ত থেকে চাল নিতে আসা হাজারো মানুষ ভোগান্তিতে পড়েছেন।
আজ বুধবার সকালে জিউপাড়া ইউনিয়ন পরিষদে এঘটনা ঘটেছে। বর্তমানে সেখানে ভিজিএফ এর চাল নিতে আসা হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন। কিন্তু ইউনিয়ন আ’লীগের সভাপতি ফজলুর রহমানের বাঁধার মুখে পরে চাল বিতরণ করতে পারছেনা জিউপাড়া ইউনিয়ন পরিষদ।
ভিজিএফ চাল দিতে বাঁধা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়নের সদস্যরা। তারা বলেন, এ ঘটনার পর ইউনিয়নের চেয়ারম্যান রুহুল আমীন, বিষয়টি সম্পর্কে জানাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে গেছেন।
ইউপি সদস্য জালাল উদ্দিন বলেন, জিউপাড়া ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ করার প্রস্তুতি কালে ইউনিয়ন আ’লীগের সভাপতি ফজলুর রহমান এসে চাল বিতরণে বাঁধা দেন। বাঁধার মুখে পরে বর্তমানে চাল বিতরন বন্ধ রয়েছে। এতে ইউনিয়নে চাল নিতে আসা হাজার হাজার মানুষ ভোগান্তির স্বীকার হয়ে বসে আছেন।
এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আবদুল্লাহ আল মাহমুদের সিল্কসিটি নিউজকে জানান, ঘটনা তদন্তের জন্য লোকপাঠানো হয়েছে।