নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা ডিবির মাদক বিরোধী অভিযানে ৬২০ পিচ ফেন্সিডিল আটক। জেলা ডিবিরর ওসি ও ইন্সপেক্টর খালেদ উক্ত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬২০ পিচ ফেন্সিডিল আটক করেন।
চারঘাট থানাধীন মুক্তারপুর এলাকায় এস আই উৎপলের নেতৃত্বে ৩০০ বোতল ফেন্সিডিল আটক করেন উৎপল সহ সংগৃহ ফোর্স।
এর আগে জেলা গোয়েন্দা শাখার এই বিশেস দলটি গোদাগাড়ী ফুলতলা ঘাট থেকে ৮০ বোতল ফেন্সডিলও উদ্ধার করে।
এছাড়া দুই জন আসামী আটক করেন জেলা ডিবি পুলিশ।
রাজশাহী জেলা গোয়েন্দা শাখার বিশেস অভিযানে ৬২০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়েছে। রাজশাহী জেলা এসপি শহিদুল্লাহর নির্দেশক্রমে ও এডিশনাল এসপি মাহমুদুল হাসানের তত্ত্বাবধায়নে জেলা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর খালেদুর রহমানের একটি বিশেস দল চারঘাট থানাধীন মুক্তারপুর এলাকা থেকে ও একই থানার বানেশ্বর থেকে আমের ঝুড়িতে ঢাকা পাচারকালে ২৭০ বোতল ফেন্সিডিল আটক করে।
তবে এই বিষয়ে রাজশাহী জেলা এসপি জনাব শহিদুল্লাহ পিপিএম সাংবাদিকদের জানান- মাদক নির্মুলে আমরা বদ্ধ পরিকর।এই ধরনের অভিযান চলতেই থাকবে।মাদককে জিরো টলারেন্সে আনতে রাজশাহী জেলা পুলিশ সর্বদা সচেষ্ট ভুমিকা রাখবে।
তবে জেলা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর খালেদুর রহমান ভোরের আভা কে জানান- শিক্ষা নগরী রাজশাহীকে মাদকমুক্ত করতে আমাদের জেলা এসপি সারের বিশেস নির্দেশনা পালন করতে আমরা সর্বদাই তৎপর।মাদকের বিসয়ে কাউকে কোন ছাড় দেয়া হবে না।