নিজস্ব প্রতিনিধি: রাজশাহীর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাথে মতবিনিময় সভা করেছেন রাজশাহী মহানগর জামায়াত ইসলামী।
আজ শনিবার দুপুরে মহানগীর একটি রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমীর ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্ব উপস্থিত ছিলেন নায়েবে আমীর অধ্যক্ষ সিদ্দিক হোসেন, নায়েবে আমীর এ্যাডভোকেট আবু মোহাস্মদ সেলিম, সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মাহাবুবুল আহসান বুলবুল, জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স, রাজশাহী মহানগর শিবিরের সভাপতি সিফাত আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি আব্দুল মোহাইমেনসহ মহানগর জামায়াতে ইসলামী ও শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় মহানগর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা বলেন, জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির বিগত পনের বছরে অন্য সকল দলের চেয়ে বেশি নির্যাতিত হয়েছে। তবে জামায়াত প্রতিশোধ নিতেও চায় না। আমাদের পরিকল্পনা কিভাবে দেশটা নতুন করে সাজানো যায় এবং দেশকে কি ভাবে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। আওয়ামী লীগ সরকারের আমলে আন্দোলনে যারা শহীদ হয়েছে সেই পরিবারগুলোকে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। দেশ গড়তে এখন কোন সহিংসতা চায় না জামায়াত।
এ সময় তারা পুলিশের সমালোচনা করে বলেন, অধিকাংশ মামলা ও নিযাতন রাজনৈতিক নেতৃবেৃন্দের আদেশে পুলিশের দারা সংঘটিত হয়েছে। তবে এই সকল মামলা দ্রুত সমাধান হবে বলে আশাব্যক্ত করেন তারা।