নিজস্ব প্রতিনিধি:রাজশাহীর পুঠিয়া উপজেলার বিলমাড়িয়ায় জমাজমিকে কেন্দ্র করে এক পরিবারের দুজনকে গাছের সাথে বেঁধে মারধর করার অভিযোগ উঠেছে।
শনিবার ২৪ আগষ্ট সকাল ১১টার দিকে ওই ঘটনা ঘটে। আহতরা উপজেলার বিলমাড়িয়া নগরপাড়া এলাকার দুলাল শেখের ছেলে। প্রতিপক্ষের মারধরের শিকার হয়ে ওয়াসিম শেখ ও মহসিন শেখ তারা উভয়ে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ওই বিষয়ে থানায় এখনো অভিযোগ বা মামলা দায়ের করা হয় নি।
আহত ওয়াসিম শেখ বলেন, তারা আমাদেরকে প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। গত ২১ তারিখে ওরা আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দেয় ও গাছ কেটে দেয়। এছারের ছেলে সাকিম হামেদের ছেলে সুজন আজিজের ২ ছেলের রুবেল ও বানিস, মৃত নূর মোহাম্মদের ছেলে আলমাস সহ ১৫ থেকে ২০ জনের দলবল নিয়ে এসে আমাদেরকে মারধর করে। আর জোর করে জমি দখল করতে চায়। এসবের মূল ইন্ধন জুগিয়েছে মুকুল নামের আরেকজন ব্যক্তি।
আহত ওয়াসিম ও মহসিন এর বড় ভাই মাহবুবুর রহমান তিনি বলেন, স্থানীয় মোহাম্মদ আলীর ছেলে আসাব এর নিকট থেকে আমরা ২৪ শতাংশ জমি কিনি, যার খাজনা ক্ষারের সবকিছু ঠিক আছে। ওই জমিটি দখল করে নিয়ে আছে অন্যজন। অথচ যার জমি তার সাথে আমাদের কোন সমস্যা নাই অন্য লোকজন ওই জমিগুলো দখল করে নিতে চায়। আমি পালিয়েছিলাম আমার ছোট দুই ভাইকে ওরা মারধর করেছে।
আহত ওয়াসিমের স্ত্রী জমেলা বেগম তিনি বলেন, আমার স্বামীকে ওরা গাছে বেঁধে লোহার রড ও হাতুড় দিয়ে ব্যাপক মারধর করে। আমরা এই ঘটনার বিচার চাই।
এ বিষয়ে জানতে চাইলে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, বিষয়টি নিয়ে এখনো কেউ আমার কাছে আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইন-নানো ব্যবস্থা গ্রহণ করা হবে।