নিজস্ব প্রতিবেদক:
১২ জুন আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে ইন্টারনেটের অপব্যবহার এবং ট্যুরিজমের মাধ্যমে শিশুর যৌন নির্যাতন প্রতিরোধ করতে র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালন করে এসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট(এসিডি)।
মানববন্ধনে চাইল্ডস ডিফেন্ডারস ফোরাম এবং কমিউনটি ওয়াচ গ্রুপের সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় চাইল্ড ডিফেন্ডারস ফোরাম এর সদস্যরা ‘শিশুশ্রম ও শিশুর প্রতি যৌন হয়রানি প্রতিরোধে’ বিভিন্ন শ্লোগান প্রদান করে এবং এর মাধ্যমে সরকার ও প্রশাসনের নিকট শিশুশ্রম ও শিশুর প্রতি যৌন হয়রানি বন্ধের জন্য তাদের দাবীসমূহ উপস্থাপন করেন।
চাইল্ড ডিফেন্ডারস ফোরাম এর সদস্যরা মনে করেন, শিশুদের অধিকার সুরক্ষায় পরিবার থেকে শুরু করে সমাজের সকল স্তরের মানুষের এগিয়ে আসা প্রয়োজন। সকলকে শিশু অধিকার সম্পর্কে সচেতন হয়ে ইতিবাচক ভূমিকা পালন করল, শিশুদের বিকশিত হবার এবং উন্নত মনন গঠনের পরিবেশ তৈরি হবে। একই সাথে তারা শিশুর প্রতি যে বৈষম্য করা হয় তারও নিরসন হওয়া প্রয়োজন বলে তাদের বক্তব্যে ওঠে আসে।
আলোচনায় অংশগ্রহণ করেন প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. হাফিজ উদ্দিন (পিন্টু), এসিডির প্রকল্প সমন্বয়কারী মো. মেরাজ উদ্দীন তালুকদার, প্রকল্প সমন্বয়কারী, এহসানুল আমিন ইমন, প্রোগ্রাম ম্যানেজার মো. আলী হোসেন এবং চাইল্ড ডিফেন্ডারস ফোরাম এর সদস্যরা।
বক্তারা শিশুশ্রম ও শিশুর প্রতি যৌন নির্যাতন বন্ধের লক্ষ্যে প্রাশাসনকে কার্যকর প্রদক্ষেপ গ্রহণ ও শিশু সংশ্লিষ্ট আইনসমূহের যথাযথ প্রয়োগের আহ্বান জানান। একই সাথে শিশুবান্ধব আাইন প্রণয়ণে উদ্যোগ গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের নিয়োগ না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।