নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাবে ও হাসপাতাল ল্যাবে আজ শনিবার নমুনা পরীক্ষা শেষে মোট ৩৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে রাজশাহীরই হলো ২৫ জন। বাকি দশজনের মধ্যে নাটোরের আটজন এবং পাবনার দুইজন। এদিকে এ নিয়ে আজ পর্যন্ত রাজশাহীতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪৭ জনে।
ডা. সাইফুল ফেরদৌস জানান, হাসপাতালের বর্হিবিভাগ ল্যাবে ৯৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। মধ্যে ১৭ জনের নমুনায় করোনা পজেটিভ এসেছে। এদের মধ্যে রাজশাহী সিটি করপোরেশন এলাকার ১২ জন। যাদের মধ্যে তিনজন মিশন হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়াও পবার চারজন ও দুর্গাপুরের একজন। পবার চারজনের মধ্যে একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
নতুন আক্রান্তরা হলেন, নগরের ৯ নং ওয়ার্ডের ইশমত আরা (৩৯), এসএম ইয়ামন (০৯), আরিফুল আমিন (৪২), ১৫ নং ওয়ার্ডে বাসিন্দা ও সাংবাদিক আসাদুজ্জামান নুর (২৮) ও আব্দুর রহিম (২৩), মেহেদী হাসান (২৩), রাসিকের ইফতেখায়ের (৩৮), মিশন হাসপাতালে চিকিৎসাধীন সাইফুল (৩৭), রুবেল (৩২), আসমা (৩২), ২৯ নং ওয়ার্ডের নুরু (৩২), ৩১ নং ওয়ার্ডের আলমগীর (৪০), পবার আহসান (৪৫), সাকিল (২৩), দুরুল (৫২), রাকিব (২০), দুর্গাপুরের মিজানুর (৩৫)।
অপরদিকে, রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ও ল্যাব ইনচার্জ প্রফেসর ডা. সাবেরা গুলনাহার জানান, মেডিকেল কলেজ ল্যাবে দুই শিফটে ১২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সেখানে ১৮ জনের নমুনা পজিটিভ এসেছে। এ মধ্যে রাজশাহী নগরের ৫ জন, বাঘার ২ জন, বাগমারার ১ জন, পাবনার ২ জন ও নাটোরের ৮ জন।
আক্রান্ত ১৮ জনের মধ্যে বাগমারার জাকিরুল (১৮), বাঘার শিমুল (২২), সোলাইমান (৩৫), নগরীর আসলাম হোসেন (৪৯), আলহাজ্ব এ কাদের (৭৫), আবদুল্লাহ আনোয়ার (৬২), আতকুর রহমান (৩৪), ফাহিম আনোয়ার (২০)।
নাটোরের ৮ জনের মধ্যে সদরের আকমল হোসেন (৩৫), রেখা রাণী (৪৮), জিল্লুর রহমান (৫৫), বড়াইগ্রামের আব্দুল আজিজ (৪৬), গুরুদাশপুর সাথী (২২), সুজিত (৫৫), সিংড়ার প্রাত কুমার সরকার (৬৬), নাজমুল ইসলাম (২৮) এবং পাবনার সুজানগরের মোমিনুর রহমান (৩৬) ও পারভেজ (২৪)।
আক্রান্তদের মধ্যে নতুন করে রাজশাহীর আরো তিনজন সাংবাদিক করোনায় শনাক্ত হয়েছে । আক্রান্তরা হলেন দৈনিক সানশাইন পত্রিকার আসাদুজ্জামান নুর, দৈনিক রাজশাহীর সংবাদের আব্দুর রহিম, ও সোনানী সংবাদের দূর্গাপুর প্রতিনিধি মিজানুর রহমান । এ নিয়ে রাজশাহীতে সাংবাদিক আক্রান্ত হলো ৫ জন ।