নিজস্ব প্রতিনিধি: রাজশাহীতে জীবন তরী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে প্রায় দুই শত পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। ২ শত পরিবারের মাঝে সেমাই, চিনি, গুড়া দুধ ও ১ টি করে শাড়ি দেওয়া হয়।
রবিবার (৭ই এপ্রিল) সকাল ১১ টায় জীবন তরী সমাজ কল্যাণ সংস্থার প্রধান কার্যালয়ে গরিব অসহায় ও দুস্থদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সভাপতি মারুফ হোসেনের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনি। এছাড়াও আমন্ত্রিত অতিথি ছিলেন রাসিকের ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলিফ আল মাহমুদ লুকেন।
অতিথির বক্তব্যে কাউন্সিলর মনি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে নিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। আমরা ডিজিটাল বাংলাদেশ পেয়েছি। এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে অক্লান্ত কাজ করে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনা। বর্তমান সরকারের প্রতিশ্রুতি হিসেবে খুদা দরিদ্রতা বিমোচনে এই সংগঠন কাজ করে যাচ্ছে। এই সংগঠনের সভাপতি মারুফ হোসেন আপনাদের সামনে প্রতিশ্রুতি দিয়েছেন যে, কাজ শেখার পর কেউ যদি ইনকাম না করতে পারে তাহলে তিনি খরচ দিয়ে দিবেন। “আমরা সাহায্য নিবো না, আমরা সাহায্য দিবো” এই হোক সকলের চিন্তা চেতনা। জয় হোক সকল মেহনতি মানুষের।
দীর্ঘ তিন বছর যাবত জীবন তরী সমাজ কল্যাণ সংস্থা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রতিবছরের মতো এ বছরেও জীবন তরী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মারুফ হোসেন এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।