নিজস্ব প্রতিনিধি: রাজশাহীতে ১৯২৯ সালে প্রতিষ্ঠিত রাজশাহী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ ইতিমধ্যেই পার করেছে প্রায় ৯০ বছর । গতকল সোমবার বিকেলে বিকাল ৫ টারদিকে এক ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ।রাশেদুল ইসলাম মিলন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব আক্তারুল হাসান অপু, নবীউল ইসলাম সাগর,রাকিবুল ইসলাম রাকিব,সহ এলাকার প্রায় ৩ শতাধিক মানুষ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন – ৯০ বছরের পুরোনো এই ক্লাবে জাতীয় দলের সাবেক কোচ আব্দুল হকি ওরফে হাক্কু উস্তাদ ,জাতীয় দলের সাবেক গোল রক্ষক সাইদুর রহমান,ঢাকা ওয়ারী ক্লাবের মিডফিল্ডার কিরু ভাই সহ অনেক নামি দামি খেলোয়াড় এর উত্থান হয়েছে ।কিন্তু সম্প্রতি উক্ত ক্লাবের বিভিন্ন কার্যক্রম না থাকায় থমকে পড়েছে এই ঐতিহ্যবাহী ক্লাবের সুনাম । তবে এই ক্লাবের সুনাম অক্ষুন্ন রাখতে এখন থেকে এলাকাবাসী সহ সকলেই এক যোগে নিরলস কাজ করে যাবে।
বক্তারা আরও বলেন – ক্রীড়া চর্চা প্রত্যেক ব্যক্তিকে অপরাধ মুক্ত রাখে। আজ ক্রীড়ার মাধ্যমেই বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে । তাই ক্রীড়া চর্চার কোন বিকল্প নেই।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ,মঈন,রিমন,জাহির হোসেন লালা,তারিকুল ইসলাম,সজীব,মাস্টার শুভ্র,হাজি মামুন,হাসিবসহ প্রমুখ ব্যক্তিবর্গ।