নিজস্ব প্রতিবেদক: লিটনকে নির্বাচিত করতে রাজশাহী নগর (রাসিক) ভবনে কর্মকর্তা-কর্মচারীদের বৈঠক অনুষ্ঠিত হয়। রবিবার দুপুরে নগর ভবনের এনেক্স ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
রাসিকের কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. দুলাল শেখের সভাপতিত্বে বৈঠকে বক্তারা বলেন, আগামী নির্বাচনে রাসিক কর্মচারীদের ২৭ শ’ পরিবারের একটি ভোটও যেন অন্য কোনো বাক্সে না যায়। এর জন্য প্রয়োজনে জীবন দিব। কিন্তু লিটনের বাইরে কাউকে নির্বাচিত করবো না। ৫ বছর আগে যে ভুল আমরা করেছিলাম, এবার সেই ভুল আর আমরা কেউ করবো না। এবার লিটনকে নির্বাচিত করবোই।
এসময় বক্তারা আরো বলেন, বুলবুলকে নির্বাচিত করে কোনো লাভ হয়নি। উনি আমাদের কিছু দিতে পারেনি। দিয়েছেন ক্ষুদা, বঞ্চনা ও রক্ত। তাই এবার খায়রুজ্জামান লিটনকে ছাড়া কাউকে ভোট দিবেন না। এবার নৌকা মার্কায় ভোট দিবেন। আপনাদেন বেতন বৃদ্ধি হয়েছে, আবারো হবে। সেটি করবে লিটনই।
এসময় উপস্থিত ছিলেন রাসিকের কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি রফিকুল ইসলাম সেন্টু, রাসিক কর্মকর্তা গোলাম রাব্বানী রিপন, আজাহার আলী, সাধারণ সম্পাদক আজমীর আহমেদ মামুন প্রমুখ।