রংপুর প্রতিনিধিঃ রংপুর সদর উপজেলায় এক অজ্ঞাত পরিচয় এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রংপুর সদর কোতোয়ালি থানার ওসি এবিএম সাজেদুল হক জানান, এলাকাবাসীর কাছে খবর পেয়ে রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মমিনপুর মিলের পাড় এলাকা থেকে ১৬ বছর বয়সী ওই কিশোরীর লাশ তারা উদ্ধার করেন।
নিহতের নাম-পরিচয় ও ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে এবং লাশ ময়না তদান্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।