নিজস্ব প্রতিনিধি:পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রাজশাহীতে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল যমুনা প্রতিদিন এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ মার্চ-২০২৫) রাজশাহী কার্যালয়ের আয়োজনে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার অনুষ্ঠানে স্টাফ রিপোর্টার লিয়াকত হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যমুনা প্রতিদিন এর সম্পাদকমন্ডলীর সভাপতি আবু কাওসার মাখন।
দোয়া অনুষ্ঠানে অংশ নেন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবন, কোষাধ্যক্ষ ওদুদুজ্জামান সুবাস, নির্বাহী সদস্য শফিকুল আলম ইমন।সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন-আলফাজ হোসেন, রুকাইয়া চৌধুরী, সাকিবুল ইসলাম স্বাধীন, মাসুদ পারভেজ, নাজমুল হক, আসগর আলী সাগর।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাশিয়াডাংগা থানার এস আই মোস্তাক আহমেদ, যুবদল সহ সম্পাদক কাওছার আলী, সাংবাদিক আলামিন, আবু সালেহ মাহিন, মসিউর রহমান, পারভেজ ২, রাজা, সোহেল, মেরাজ, মিরু, এনান্তাজুল, বাবু, মিজান, সিজান, সবুজ, রকি, টকি সহ এলাকাবাসী।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।