আভা ডেস্ক: দিয়েগো ম্যারাডোনার মতো লিওনেল মেসি আর্জেন্টিনাকে একা বিশ্বকাপ জেতাতে পারবেন না। এমনটাই মনে করেন হার্নান ক্রেসপো। এই সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকারের মতে, রাশিয়া বিশ্বকাপে সাফল্য পেতে সতীর্থদের কাছ থেকে মেসির আরও সহযোগিতা প্রয়োজন। মস্কোয় শনিবার আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলের ড্রয়ে বিশ্বকাপ শুরু করে আর্জেন্টিনা।
গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে আলো ছড়াতে পারেননি মেসি। লক্ষ্যে ১১ শট নিয়েও গোল পাননি। আর্জেন্টিনার ইতিহাসে বিশ্বকাপের কোনো ম্যাচে লক্ষ্যে এত শট নিয়ে গোল করতে না পারার রেকর্ড এটি।
মেসির সতীর্থদের সমালোচনা করেছেন ক্রেসপো। পাঁচবারের বর্ষসেরা ফুটবলারকে মাঠে আরও সহযোগিতা করতে তাদের তাগিদ দিলেন আর্জেন্টিনার হয়ে ৬৪ ম্যাচ খেলা এই সাবেক তারকা, ‘অবশ্যই আমরা তার কাছ থেকে আরও বেশি প্রত্যাশা করি। তবে মেসি দিয়েগো ম্যারাডোনা নয়। একা বিশ্বকাপ জিতবে না। এটা আর্জেন্টাইনদের বুঝতে হবে। বুঝতে হবে তার সতীর্থদেরও। বার্সেলোনার মতো তাকে সঠিক জায়গায় খেলালে সে একজন ফেনোমেনন। অন্যথায় তাকে লড়াই করতে হয়। আইসল্যান্ডের বিপক্ষে তাকে কে সহযোগিতা করেছে? ডি মারিয়া একবারও প্রতিপক্ষকে পাশ কাটাতে পারেনি। মিডফিল্ডাররাও তাকে সহযোগিতা করেনি।’
বৃহস্পতিবার ডি-গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ নাইজেরিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পাওয়া ক্রোয়েশিয়া।
যুগান্তর