নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর মোহনপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে “প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (LDDP)” এর আওতায় আজ বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ১০টায় ৮৮ জন পিজি সদস্যদের মাঝে পোল্ট্রি খাদ্য ও উপকরণ বিতরণ করা হয়েছে। পিজি খামারী ৮৮ জন মহিলা সদস্যদের মধ্যে ৫৮ জনকে ৫০ কেজি করে পোল্ট্রি ফিড এবং ৩০ জনের মাঝে ১টি করে খাদ্যের পাত্র ও একটি করে পানির পাত্র বিতরণ করা হয়েছে। মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা মোহনপুর) আসনের সাংসদ মো: আসাদুজ্জামান আসাদ (এমপি), এ সময় বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ খন্দকার সাগর আহমেদ, সিনিয়র মৎস্য অফিসার মো: অহেদুজ্জামান, অতিরিক্ত কৃষি অফিসার মো: আব্দুল মান্নান, যুব উন্নয়ন অফিসার মো: সঈদ আলী রেজা, সমাজজসেবা অফিসার ইমাম হাসান শামীম, প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা: মো: হুমায়ন কবির সবুজসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উক্ত প্রকল্পের এলএফএ ও এলএসপিবৃন্দ সহ পিজি গ্রুপের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।