চার্জে দেয়া মোবাইল ফোন বিস্ফোরণে ঘরে আগুন লেগে মারা গেলেন মালয়েশিয়ার একটি ভেঞ্চার ক্যাপিটাল সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা(সিইও)।
এর আগেও ফোন ফেটে দুর্ঘটনা হলেও মৃত্যুর ঘটনা এই প্রথম শোনা গেল।
মারা যাওয়া সিইওর নাম নাজরিন হাসান(৪৫)। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে।
নাজরিন যে সংস্থার সিইও ছিলেন, সেটি মালয়েশিয়া অর্থ মন্ত্রণালয়ের অধীনে।
শোবার ঘরে বিছানার কাছে নিজের দুটো ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন নাজরিন।
তার পরেই ফোনটি ফেটে যায় এবং ঘরে আগুন লেগে যায়।
বোঝা যাচ্ছে না, দুটো ফোনের মধ্যে কোনটি ফেটে দুর্ঘটনা ঘটেছে। নাজরিনের মৃত্যুর কারণ নিয়েও সন্দেহ তদন্তকারীরা।
তাদের বক্তব্য, অগ্নিকাণ্ডের পর বিষাক্ত ধোঁয়ায় দম আটকে মৃত্যু হয়ে থাকতে পারে নাজরিনের।
তবে তার পরিবারের দাবি, আগুনে পুড়ে নয়, সম্ভবত মোবাইল ফেটে ধারালো টুকরো ছিটকে মাথার পেছনে লেগেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।