ভোরের আভা ডেস্ক: কুষ্টিয়ার মিরপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড়ভাই খুন হয়েছেন।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ধুবইল ইউনিয়নের লক্ষীধরদিয়াড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাজীব একই গ্রামের আব্দুল জলিল ড্রাইভারের ছেলে।
মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, সকালে মোবাইল ফোন নিয়ে দুভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় ছোটভাই জাহিদুল ইসলাম পাপ্পু (২২) তার বড়ভাই শহিদুল ইসলাম লাপ্পু ওরফে রাজীবকে (২৬) ছুরিকাঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জাহিদুল ইসলাম পাপ্পুকে পুলিশ আটক করেছে।
যুগান্তর