আভা ডেস্কঃ সম্প্রতি সপরিবারে সৌদি আরব ভ্রমণে গেছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দলটির বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।
যে কারণে তাকে দুই সপ্তাহের জন্য নির্বাসিত করেছে পিএসজি। অভিযোগ, ক্লাবের অনুমতি না নিয়েই সৌদি আরবে গেছেন মেসি। নির্বাসিত থাকার সময় চুক্তি অনুযায়ী কোনও টাকা তিনি পাবেন না।
দাবি,পিএসজির প্রায় চার হাজার সমর্থক মেসি ও নেইমারের বাড়ির সামনে মশাল হাতে বিক্ষোভ করেছেন। তাদের দাবি দুই জনকে ক্লাব থেকে অপসারণের।
সমর্থকদের বিক্ষেভের কারণে ফুটবলারদের বাড়ি এবং পিএসজির অনুশীলন কেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
যদিও ক্লাবের পক্ষ থেকে উত্তেজিত দর্শকদের প্রতিবাদের কঠোর ভাষায় নিন্দা করা হয়েছে।