নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচনে গণসংহতি আন্দোলনের রাজশাহী জেলার আহ্বায়ক ও বিশিষ্ট আইন লেখক অ্যাডভোকেট মুরাদ মোর্শেদের প্রার্থীতা বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
আজ রোববার যাচাই বাছাই চলাকালীন মুরাদ মোরশেদের এক সমর্থক হিসেবে যার নাম দেয়া হয়েছে সে ভোটার না। সে একজন ভূয়া ভোটার প্রমাণিত হওয়ায় মুরাদ মোরশেদে প্রার্থীতা বাতিল করা হয়েছে বলে জাানান নির্বাচন কমিশন। আগামী তিন দিনের মধ্যে তিনি আপিলের সুযোগ পাবেন বলেও জানান।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে রাসিক নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন পত্র জমা দেন নির্বাচন কমিশন কার্যালয়ে।
নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত ও নাগরিকবান্ধব রাজশাহী সিটি কর্পোরেশন গড়ে তোলার স্লোগানে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট মুরাদ মোর্শেদকে ইতিমধ্যেই তাঁর দল গণসংহতি আন্দোলন কেন্দ্রীয়ভাবে সমর্থন দিয়েছে। গত ২২ জুনে নগরীর সাহেববাজারস্থ মুনলাইট গার্ডেনে এক সুধী সমাবেশে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এ ঘোষণা দেন।