নিজস্ব প্রতিবেদক,ভোরের আভা:: ইফতারের ১০ মিনিট পূর্বে কাটাখালী পুলিশ ফাঁড়ির ২ এএসআইকে অবরুদ্ধ করে রাখার খবর পাওয়া গেছে।প্রায় ৩০০/৪০০ জনতা এসময় ২ এসআইকে অবরুদ্ধ করে রাখে।পরে কাটাখালী ফাঁড়ির ভারপ্রাপ্ত অফিসার এসআই আসাদ সহ সংগীয় টিম তাদের উদ্ধার করে।এ ঘটনায় বেলঘরিয়া এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।
ঘটনা সুত্রে জানা যায়, বিকাল ৬.৩০ টার দিকে বেলঘরিয়া স্কুল মাঠের পাশে কাটাখালী পুলিশ ফাড়ির একজন কন্সটেবল কবির নামের এক ছেলেকে ইয়াবা দিয়ে ফাঁসানোর সময় স্থানীয় জনতা ওই কন্সটেবল সহ এএসআই আজিজ ও এএসআই জাহিদকে প্রশ্নের সম্মুখীন করলে তারা ইয়াবা দেখাতে ব্যর্থ
হয়।এ সময় স্থানীয় জনতার সামনে রকি নামের এক সোর্স ২ পিস ইয়াবা বের করে দেখায়।এতে স্থানীয় জনগন পুলিশের উপর আরও বেশী ক্ষ্রিপ্ত হয়।এর পরপরই পুলিশ দ্রুত ওই স্থান ত্যাগ করে।
এ বিষয়ে এলাকাবাসী সাংবাদিকদের বিষয়টি অবহিত করলে পুলিশ আবারো অভিযোগকারীদের বাসায় তল্লাশী চালায়।
তবে কাটাখালীর পুলিশ ফাঁড়ির এএসআই আজিজ ও এএসআই জাহিদের নামে গ্রেফতার বাণিজ্যর অভিযোগ অনেক পুরোনো ।প্রায় ১০০জনেরও বেশী মানুসের কাছ থেকে তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগ করেছেন।
ঘটনা সূত্রে স্থায়ী প্রায় ১০০ নারী পুরুষ জানায় এ এস আই আজিজ কাটাখালী ফাঁড়িতে যোগদানের পর থেকে বিভিন্ন অপরাধ কর্মের সাথে জড়িয়ে যায়। স্থায়ীরা সাংবাদিকে কিছু ভিডিও ফুটেজ দিয়ে বলে বিভিন্ন সময় বিভিন্ন জন কে আটক করে মাদক মামলা ফাসানোর ভয় দেখিয়ে মোটা অংকে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে জানান। প্রকাশেই পকেটে ইয়াবা দিয়ে ফাসানোর চেষ্টাকালে হাতে নাতে ধরা পড়ে স্থায়ী জনতার চাপে ছেড়ে দেন জাকির হোসেন এর ছেলে কবির হোসেন কে। রাত ৩ টার সময় নিউজ করতে বসলে আবারো কবির হোসেন ফোন দিয়ে বলেন এলাকায় যারা যারা আপনাদেরকে লিখিত দিয়েছে তাদের অনেকেই গ্রেপ্তার করেছে কাটাখালী থানা পুলিশ।
ঘটনার শুরু থেকে শেষ অবদি ভিডিও করেন স্থায়ী অনেকেই, সেই ভিডিও তে স্পস্ট বোঝা যাচ্ছে কিভাবে ফাসানো হচ্ছিল কবির কে। সাংবাদিকরা প্রশাসনের উদ্ধর্তন মহল কে জানানোর পরেও সেই রাতে প্রত্যেকের বাসায় বাসায় তল্লাশি করে অনেকেই গ্রেপ্তার করেন বলে মুঠোফোনে সাংবাদিকে জানান স্থায়ীরা। তারা ভয়ে ভিতু হয়ে ফোনেই বাচান ভাই আমাদের বাচান বলে বার চিৎকার করা শব্দ শোনাও যায় ফোনে।
উল্লেখ্য যে এ এস আই আজিজ ও এ এস আই জাহিদ মতিহার থানায় থাকা অবস্থায় তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হয়েছে একাধিক বার। কাটাখালী ফাড়িতে এস আই আক্তারুজ্জামান প্যারিস থাকা কালেও অনিয়মের অভি্যোগ উঠেছিল এ এস আই আজিজের বিরুদ্ধে। অজ্ঞাত কারনে প্যারিস ক্লোজ হলেও বহল তবিয়ে থেকে যান এ এস আই আজিজ।
উক্ত বিষয়ে আর এম পি মিডিয়া মুখ্য পাত্র সিনিয়ার সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম এর সাথে কথা বলে তিনি বলেন, আমি বিষয়টি অবগত নই। যদি এরুপ কোন ঘটনা ঘটে থাকে তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার সময় ও তারিখ: ১৪ জুন ১৮ ইং সন্ধ্যার ৬: ৩০ মিনিটে।