মালয়েশিয়ায় অনুষ্ঠিত মেয়েদের এশিয়া কাপ ক্রিকেট টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী দলকে রাজশাহী মহানগরবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। রবিবার রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় তিনি জানান, এশিয়া কাপ ক্রিকেটে পরাক্রমশালী ভারতকে ৩ উইকেটে হারিয়ে ক্রিকেটে বাংলাদেশের মেয়েরা শিরোপা জিতে আমাদের গর্বিত করেছে।
আগামীতে মেয়েদের বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট দল জয়ের এ ধারা বজায় রাখতে সক্ষম হবেন বলেও আশা প্রকাশ করেছেন মেয়র।