নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়োন পাওয়ায় ঢাকায় ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহানগর আ’লীগের সভাপতি ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এসময় তার সঙ্গে ছিলেন রাজশাহী-৬ আসনের এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহসভাপতি শাহীণ আক্তার রেনী, উপ-প্রচারবিষয়ক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
এসময় আওয়ামী লীগ নেতাকর্মীরা বঙ্গবন্ধুর বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করেন। পাশাপাশি বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের প্রতি গভীর শ্রোদ্ধা নিবেদন ও তাদের আত্মার শান্তি কামনা করেন।