আভা ডেস্ক: জাহ্নবী কাপুরকে নিয়ে গতকাল মঙ্গলবার অনলাইনে শুরু হয়েছে নতুন ট্রল। ট্রলের হেতু নবাগত এই নায়িকার খাটো পোশাক। সাদা রঙের একটি খাটো টপ পরে কোনো কাজে বের হয়েছিলেন জাহ্নবী কাপুর। পাপারাজ্জিদের ক্যামেরায় তাঁর সেই পোশাকের কয়েকটি ছবি ধরা পড়ে। আর সেগুলো ইন্টারনেটে ছড়ানোর সঙ্গে সঙ্গে শুরু হয় ‘ট্রল’-এর জোয়ার। বোনের এমন অপমানে ভাই কি আর চুপ করে থাকতে পারেন? তা-ও বড় ভাই যদি হয় অর্জুন কাপুরের মতো রক্ষণশীল কেউ।
‘জাহ্নবী কাপুর খুব সুন্দর একটি পোশাক পরেছেন, কিন্তু তাঁর ভক্তদের ধারণা, তিনি জরুরি কিছু পরতে ভুলে গেছেন।’ এমনি শিরোনামে গতকাল জাহ্নবী কাপুরকে নিয়ে একটি সংবাদ প্রকাশ করে ভারতের হিন্দুস্তান টাইমসের অনলাইন সংস্করণ। জাহ্নবীর যে ছবি প্রকাশ করা হয়, সেই ছবিটি নিয়ে আগে থেকেই আলোচনা হচ্ছিল। ইন্টারনেট ব্যবহারকারীদের কেউ কেউ সেই ছবিতে মন্তব্য করেন? ‘জাহ্নবী কি প্যান্ট পরতে ভুলে গেছেন?’ একজন আবার লিখেছেন, ‘তোমার জিনস কোথায়?’ এ নিয়ে সংবাদ প্রকাশ করে হিন্দুস্তান টাইমসসহ আরও কয়েকটি সংবাদমাধ্যম। আর তাতেই চটেছেন অর্জুন কাপুর। অনলাইনে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে কড়া এক বক্তব্য দিয়েছেন। অর্জুন বলেন, ‘দুজন ট্রল করার জন্য মন্তব্য করল আর সেটা শীর্ষস্থানীয় ওয়েব পোর্টালের জন্য সংবাদ হয়ে গেল। বাহ কী দারুণ! হাস্যকর লাগে যখন গণমাধ্যম এসব ফালতু ‘ট্রল’কে এত গুরুত্ব দেয়। তারা আমাদের রাগ প্রকাশের অপেক্ষায় থাকে। এ ধরনের সংবাদ যত কম হবে, এসব ট্রলের জয়ও তত কম হবে।’
সন্তানদের সঙ্গে বনি কাপুরসন্তানদের সঙ্গে বনি কাপুরএর আগে একবার জাহ্নবী কাপুরের পোশাক নিয়ে প্রতিবেদন প্রকাশ করে কয়েকটি সংবাদমাধ্যম। তখনো বোনের সামনে ঢাল হয়ে দাঁড়ায় অর্জুন কাপুর। বনি কাপুরের দুই ঘরের সন্তানদের মধ্যে অর্জুন সবার বড়। তাঁর মা মোনার সংসারে বনি কাপুরের আরেক সন্তান অংশুলা কাপুর।
জাহ্নবী আর খুশি অর্জুন ও অংশুলার সৎ বোন। কিন্তু শ্রীদেবীর মৃত্যুর পর তাঁরা আপন ভাইবোনের মতোই আছেন। যদিও বছর খানেক আগে এক সাক্ষাৎকারে অর্জুন বলেছেন, জাহ্নবী আর খুশির সঙ্গে তাঁর কোনো দিন ঠিকমতো কথাও হয়নি। তাঁদের কোনো ব্যাপারে অর্জুনের তাই কিছু যায়-আসে না বলে জানিয়েছিলেন। কিন্তু গত ২৪ ফেব্রুয়ারি শ্রীদেবীর মৃত্যুর পর দৃশ্যপট পালটে যায়। মা হারা দুই বোনের পাশে দাঁড়ান অর্জুন ও অংশুলা। এখনো ছোট দুই বোনের হাত শক্ত করে ধরে আছেন তাঁরা দুজন। তিন বোন মিলে ভাই অর্জুন কাপুরের সঙ্গে লন্ডনে বেড়াতে যাবেন বলেও শোনা যাচ্ছে।
প্রথম আলো