নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। আজ সোমবার রাজশাহী অাঞ্চলিক নির্বাচন অফিসে এ মনোনয়নপত্র উত্তোলন করা হয়।
রাসিক নির্বাচনের মেয়র বুলবুলের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট কামরুল মনির।
অ্যাডভোকেট কামরুল মনির বলেন, আমরা আশা করছি নির্বাচন সুষ্ঠ হবে। যদি সুষ্ঠ নির্বাচন হয় তাহলে বিএনপির জয় নিশ্চিত হবে। জনগনের ভোটাধিকার কেড়ে নিয়ে ভোট দখল আর কারচুপি করা হলে সে নির্বাচনের কোন মানে হয়না। আমরা চাই অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন।
এ সময় উপস্থিত ছিলেন, জমশেদ মোজাম্মেল হক, নুরুল ইসলাম,এরশাদ আলী ঈশা, আলী আশরাফ মাসুমসহ বিএনপির নেতাকর্মীরা।