বিনোদন ডেস্ক :: বলিউডের মোস্ট হট কাপেল দীপিকা-রণবীরের বিয়ে সংক্রান্ত খবর প্রায় কোন না কোনও খবর উঠে আসে৷ সূত্রের খবর অনুযায়ী, সামনেই তাঁদের বিয়ে৷ নভেম্বরে বিয়ের তারিখ ফাইনাল করেছেন দুই পরিবার৷
মাস খানেক আগে রণবীরকে, দীপিকার পরিবারের সঙ্গে একটি রেস্টুরেন্টে ডিনার করতে দেখা যায়৷ জানা গেছে দীপিকাও, রণবীরের বাড়িতে তার পরিবারের সঙ্গে বেশ কয়েকবার দেখা করে এসেছেন৷ আবারও ‘বাজিরাও-মস্তানি’ ফ্যানেদের জন্য সুখবর এলো বলিপাড়ার ভেতর থেকে৷
সম্প্রতি দীপিকা তার শশুড়বাড়ি রেনোভেট করতে বেশ ব্যস্ত৷ রণবীর একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে দুটি ফ্লোর কিনে নিয়েছেন৷ সেখানে তিনি তার পরিবার নিয়ে কয়েকদিন আগে শিফ্ট করেছেন৷ সেখানেই নাকি অভিনেতা বিয়ের পর দীপিকাকে নিয়ে থাকবেন৷
সূত্রের খবর, দুটি ফ্লোরকে সুন্দর করে সাজানো হচ্ছে, রেনোভেশনের কাজও চলছে৷ দীপিকা নিজে দাঁড়িয়ে থেকে সব কাজ করাচ্ছেন৷ বিয়ের পর রণবীরের পরিবারকে নিয়ে দীপিকা একসঙ্গে থাকবেন সেখানে৷ রণবীর হায়দ্রাবাদে ‘সিম্বা’র শ্যুটিংয়ে ব্যস্ত৷ তাই সবটা দেখে শুনে নিচ্ছেন তার হবু স্ত্রী৷
শোনা গিয়েছিল, অানুষ্কা শর্মা এবং বিরাট কোহলির কমপ্লেক্সেই দীপিকা-রণবীর ফ্ল্যাট খুঁজছেন৷ এছাড়াও গোয়াতেও একটি বাংলো তৈরির প্ল্যানে আছেন তারা৷ রোহিত শেট্টি পরিচালিত ছবি ‘সিম্বা’র শ্যুটিং শেষ হলেই নিজের বিয়ের কাজে মন দেবেন অভিনেতা৷ টিনসেলের আরেকটি উড়ো খবর হল রণ-দীপির এনগেজমেন্টও নাকি হয়ে গিয়েছে৷ মালদ্বীপে ছুটি কাটাতে গিয়ে তাঁরা গোপনভাবে বাগদান পর্ব সেরে ফেলেছেন৷
সুইজারল্যান্ডে নভেম্বরের মাঝের দিকে বিয়ে করবেন তারা৷ প্রস্তুতিও চলছে জোর কদমে৷ বিয়ের পর মুম্বাই এবং বেঙ্গালুরুতে দুটি রিসেপশন পার্টি থ্রো করবেন রণবীর-দীপিকা৷ বেঙ্গালুরুতে সম্প্রতি নায়িকাক গয়নার দোকানে বহুবার দেখা গিয়েছে৷ মা এবং বোনের সঙ্গে দীপিকা ট্রাডিশনাল গয়না বানাচ্ছেন৷ তার জন্য বিশেষ নক্সার গয়নাও বানানো হতে পারে৷ সব্যসাচীর ডিজাইন করা লেহেঙ্গা পড়বেন বলে দীপিকার এক ঘনিষ্ঠ সূত্রের দাবি৷
রণবীর নিজেই ইন্ডাস্ট্রিতে সবাইকে ইতিমধ্যেই জানিয়ে ফেলেছেন নিজের বিয়ের কথা৷ কার্ড এখনও ছাপানো হয়নি তাই আনঅফিশিয়ালি বিয়ের কথা একে একে ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের জানাচ্ছেন খিলজি৷