আভা ডেস্ক :বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। এর মধ্য দিয়ে এবারের বিশ্বকাপে সব লাতিন দলের বিদায় নিশ্চিত হলো। অর্থাৎ বিশ্বকাপে থাকল না আর কোনো লাতিন দল।
এর আগে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে আরেক লাতিন দল উরুগুয়ে। তার মানে, বিশ্বকাপের সেমিফাইনাল হবে ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে।
এ নিয়ে পঞ্চমবারের মতো কোনো লাতিন দল ছাড়া হতে যাচ্ছে ফুটবলের সর্বোচ্চ আসরের সেমি-যুদ্ধ। স্বাভাবিকভাবে শিরোপাও থাকছে ইউরোপে।
এর আগে চারটি (১৯৩৪, ১৯৬৬, ১৯৮২ ও ২০০৬) অল ইউরোপিয়ান সেমির বিশ্বকাপে তিনবারই চ্যাম্পিয়নের মুকুট পরে ইতালি, একবার ইংল্যান্ড। আবারো সুযোগের হাতছানি ইংলিশদের সামনে।
যুগান্তর