নিজস্ব প্রতিনিধি: বর্তমানে একটি মহল প্রতিনিয়ত নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যে একটি মহল রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নির্বাচিত ২০২৪-২০২৬ দ্বি-বার্ষিক মেয়াদে পরিচালনা পর্ষদ ও এর কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ ও কালিমা লেপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। মহলটি চেম্বারের বর্তমান পরিষদ ভেঙে দেওয়ার লক্ষ্যে স্থানীয় পত্র-পত্রিকাসহ বিভিন্ন স্থানে অপ-প্রচারে লিপ্ত রয়েছে। ইতিমধ্যে পরিচালনা পর্ষদের বোর্ড সভায় সদস্যদের সিদ্ধান্তক্রমে যারা দীর্ঘ ২ (দুই) মাসের অধিক সময় চেম্বারে অনুপস্থিত এবং যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে তাদের বাদ দিয়ে ব্যবসায়ী মহলের (চেম্বারের সদস্য) মধ্যে হতে নতুন কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ২:০০ টায় আরসিসিআই এর “বোর্ডরুমে” বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন আরসিসিআই’র সভাপতি মাসুদুর রহমান রিংকু, সিনিয়র সহ-সভাপতি মোঃ সুলতান মাহমুদ সুমন, সহ-সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন বাবু,
রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক সর্ব মোঃ তৌহিদ হাসান, মোঃ খায়রুল বাশার, মোঃ সাইফুল ইসলাম হীরক, মোঃ রুহুল আমীন, মোঃ তাসনিম হোসেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক এমাজ উদ্দিন মন্ডল, সহ সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল আহসান বুলবুল, হড়গ্রাম ইউনিয়ন পরিষদ আবুল কালাম আজাদ, বোয়ালিয়া পশ্চিম বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির মোঃ আব্দুল হান্নান, বাংলাদেশ জামায়াতে ইসলামী,
রাজশাহী মহানগর পরিচালক যুব বিভাগ মোঃ জসিম উদ্দিন সরকার, সহকারী পরিচালক যুব বিভাগ ও পরিচালক, লুমিনাস প্রোপার্টিজ লিঃ এবং প্রোপ্রাইটর, সাকা ফিস এন্ড এগ্রো,
মোঃ সালাহউদ্দিন, কেন্দ্রীয় কৃষক দল ও সাবেক সভাপতি রাজশাহী জেলা কৃষক দল মোঃ আল আমিন সরকার টিটু, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ মাইনুল হক হারু, সাবেক সহ সভাপতি ও সাবেক সদস্য সচিব রাজশাহী মহানগর কৃষক দল মোঃ গোলাম সাকলাইন হেকো, বিশিষ্ট ব্যবসায়ী
মোঃ আশিকুল আলম লিটু, সদস্য রাজশাহী জেলা বিএনপি মোঃ জাফর ইমাম, মোঃ হাসান আলী সরকার, রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম মোস্তফা মামুন, আরসিসিআই’র সদস্য, মদিনা সাপ্লায়ার এন্ড কনস্ট্রাকশনের মোঃ ইকবাল হোসেন প্রমুখ।
সভা শেষে চেম্বার সভাপতি মাসুদুর রহমান রিংকু এর নেতৃত্বে পরিচালনা পর্ষদের নতুন সদস্যসহ উপস্থিত নেতৃবৃন্দ রাজশাহী বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার ড. দেওয়ান হুমায়ুন কবীর এর সাথে সৌজন্য সাক্ষাত করে সুলতানগঞ্জ পোর্ট অব কল এ শুল্কায়ন কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখার বিষয়ে ব্যবসায়ীদের পক্ষে স্মারকলিপি প্রদান করা হয়।