বিবাহিত মহিলাকে বিয়ের জন্য নতুন ‘ফন্দি’। তা করতে গিয়েই শ্রীঘরে বছর ২৯ এর এক যুবক।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দিল্লির মধু বিহার এলাকার বাসিন্দা এক মহিলা পুলিশের কাছে ছেলে নিখোঁজের অভিযোগ দায়ের করেন। সেই ঘটনার তদন্তে নেমে অবাক হয়ে যায় পুলিশ।
পরে দিল্লির কনট প্লেস এলাকা থেকে চার বছরের শিশুটিকে উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্ত শিব কুমারকে। জানা গিয়েছে, ওই শিশুটির মা-কে বিয়ে করার জন্যই এমন ফন্দি এঁটেছিল শিব কুমার। সন্তানের অপহরণের খবর কানে গেলেই মা বিয়ে করতে রাজি হয়ে যাবেন, এমন ভেবেই অপহরণের ছক কষে শিব।
জানা গিয়েছে, ওই মহিলার বাড়িতে শিব কুমার গত শনিবার ইদের শুভেচ্ছা জানাতে যায়। তার পরেই সুযোগ বুঝে শিশুটিকে নিয়ে পালিয়ে যায় সে।
উদ্ধারের পর শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। বিয়ে করার ‘শখে’ এখন হাজতে ঠাঁই হয়েছে শিবের। এবেলা