আভা ডেস্ক: ঢাকার বনানীতে বাসের চাকায় গৃহকর্মী রোজিনা আক্তারের ডান পা পিষ্ট হয়েছিল। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোজিনার মৃত্যু হয়। এ ঘটনায় বিআরটিসি বাসচালক শফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়।
বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই শেখ মিজানুর রহমান ঢাকার এই মামলায় সিএমএম আদালতে চার্জশিট দাখিল করেছেন। রোজিনা সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজার বাসায় কাজ করত।
এ মামলায় সৈয়দ ইশতিয়াক রেজাসহ মোট ৯ জনকে সাক্ষী করা হয়েছে। মামলার একমাত্র আসামি বিআরটিসি বাসের চালক শফিকুল ইসলাম। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।
উল্লেখ্য, গত ২০ এপ্রিল ঢাকার মহাখালীতে আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে দুর্ঘটনায় শিকার হন রোজিনা। রাত ৮টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ির সামনে বিআরটিসির বাস (ঢাকা মেট্রো ব ১১-৫৭৩৩) রোজিনা আক্তারকে ধাক্কা দেয়। রোজিনা পড়ে গেলে বাসটি তার ডান পায়ের ওপর দিয়ে চলে যায় এবং পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
ওই ঘটনায় গাজী টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক মহিউদ্দিন আহমেদ ঢাকার বনানী থানায় এ মামলা করেন। ২৯ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রোজিনা।
যুগান্তর