ভোরের আভা ডেস্ক: বিশ্বকাপের আগে ফুরফুরে মেজাজে রোম্যান্টিক রোনাল্ডো৷ জাতীয় দলে যোগ দেওয়ার আগে বান্ধবীর সঙ্গে ডিনার সারলেন সি আর সেভেন৷ চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর এই প্রথম ঘনিষ্ঠভাবে প্রকাশ্যে এলেন দু’জন৷ বুধবার বিকেলে মালাগার এক রেঁস্তোরায় তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন্স লিগ জয় সেলিব্রেট করেন রোনাল্ডো৷
বান্ধবী জর্জিনা রডরিগেজ পড়েছিলেন নীল রঙা লং ড্রেস৷ বান্ধবীর পোশাকের সঙ্গে মিলিয়ে বেগুনী রঙের শার্ট পড়েন পর্তুগিজ অধিনায়ক৷ জর্জিনা সঙ্গে থাকলেও বরাবরই মিডিয়াকে এড়িয়ে চলেন রোনাল্ডো৷ ডিনার অনুষ্ঠানে অবশ্য সেরকম কিছু হয়নি৷ ডিনার শেষে জর্জিনার হাত ধরে বেড়োনোর সময় ছবি শিকারীদের ক্যামেরাবন্দি হয়ে যান ফুটবল দুনিয়ার হটেস্ট এই জুটি৷
২০১৬ নভেম্বর থেকেই রোনাল্ডোর সঙ্গে জর্জিনা রডরিগেজের নামটা শোনা যায়৷ বিশ্ব ফুটবলের অন্যতম সেরা নক্ষত্রের সঙ্গে জর্জিনা গিয়েছিলেন ডিজনিল্যান্ডে সময় কাটাতেই৷ এরপর থেকেই সিআর সেভেনের সঙ্গে আর অন্য কোনও মহিলার নাম শোনা যায়নি৷ পরে রোনাল্ডো ইনস্টাগ্রামে জর্জিনার সঙ্গে একটি ছবি শেয়ার করলে তাঁদের সম্পর্ক প্রকাশ্যে আসে৷
এরপর গত বছর নভেম্বরে চতুর্থ সন্তানের বাবা হন ক্রিশ্চিয়ানো৷ প্রথমবার মেয়ের বাবা হন সি আর সেভেন৷ রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানোর বান্ধবী জর্জিনা রডরিগ্রেজ একটি কন্যা সন্তানের জন্ম দেন৷ নতুন অতিথি’র নাম দেওয়া হয় আলানা মার্টিনা৷ এর আগে ২০১৭-র জুনে জমজ সন্তানের বাবা হয়েছিলেন পর্তুগিজ ফুটবল তারকা৷ সারোগেট মাদার জন্ম দিয়েছিলেন ইভা এবং মাতেও-কে৷ এরপর বান্ধবী জর্জিনা কন্যা সন্তানের জন্ম দেন৷
অন্যদিকে রোনাল্ডোকে ছাড়া বিশ্বকাপ ওয়ার্ম আপ ম্যাচে তিউনিশিয়ার বিরুদ্ধে নজর কাড়তে ব্যর্থ পর্তুগাল৷ ঘরের মাঠে তিউনিশিয়ার বিরুদ্ধে এগিয়ে থেকে ম্যাচ জিততে পারেনি ইউরো বিজয়ীরা৷ রোনাল্ডোহীন পর্তুগাল ম্যাচের প্রথামার্ধে জোড়া গোলে এগিয়ে যায়৷ ২২ ও ৩৪ মিনিটে গোল দুটি করেন আন্দ্রে সিলভা ও জোয়াও মারিও৷ প্রথমার্ধ যদি হয় পর্তুগালের, দ্বিতীয়ার্ধ তবে আফ্রিকার জায়েন্টদের৷ পর্তুগালের ডিফেন্স চিড়ে ৩৯ মিনিটে গোল করে তিউনিশিয়াকে ম্যাচে ফেরান বদ্রি৷ ৬৪ মিনিটে টিউনিশিয়ার হয়ে স্কোরলাইন ২-২ করেন ইউসেফ৷