নিজস্ব প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলায় শিক্ষক কর্তৃক নবম শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানি’র অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে উক্ত মানববন্ধন করা হয়। প্রতিষ্ঠানটি ছাত্রছাত্রীরা শিক্ষকের দৃষ্টান্ত মুলক শাস্তি’র দাবিতে মানববন্ধন করেন। অভিযুক্ত শিক্ষক হলেন— গোলাম মোস্তফা। তিনি চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। তার বিরুদ্ধে বাঘা থানায় অভিযোগ করা হয়েছে।
রবিবার (১১ জানুয়ারী) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন উপস্থিত সকল শিক্ষার্থীরা বলেন, আমরা এই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তিনি খুবই জঘন্য মানুষ, তা না হলে তিনি এমন কাজ করতে পারতেন না। আমরা তার মেয়ের সমতূল্য। এই শিক্ষককে বহিষ্কারের দাবি জানাচ্ছি।
বিদ্যালয়ের অভিভাবক বৃন্দের সদস্য ও ছাত্রছাত্রীর অভিভাবকরা জানান, এমন শিক্ষক স্কুলে থাকলে আমাদের সন্তানেরা নিরাপদ নয়৷ এই শিক্ষককে যত দ্রুত সম্ভব বহিষ্কারের দাবি জানাচ্ছি। বিদ্যালয়ের সাবেক সদস্য জগলু শিকদার জানিয়েছেন, ওই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও কয়েকবার এ ধরণের বিষয় নিয়ে শালিস করা হয়েছে।
মানববন্ধনের সময় উপস্থিত ছিলেন, জোগলু শিকদার, হিলা শেক, মান্নান সরকার, আদম ব্যাপারী, সাইফুল, সাত্তার, গুনি বিশ্বাসসহ ছাত্রছাত্রীর অভিভাবক বৃন্দ।
বাঘা থানার অফিসার ইনচার্জ মো আমিনুল ইসলামের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি জানান, এই বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। সঠিক তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।