বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলায় অসহায় ও দুঃস্থ বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর উদ্যোগে সোমবার (২২ জানুয়ারী) উপজেলা আ’লীগের দলীয় কার্যালয় ভবানীগঞ্জস্থ বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর কমপ্লেক্স মিলনায়তনে শীতবস্ত্র বিতরন করা হয়।
শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৪ বাগমারার সাংসদ অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরনকালে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগের সহ-সভাপতি অ্যাড. জাকিরুল ইসলাম সান্টু, সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, মুৃক্তিযোদ্ধা বীরেন্দ্র নাথ সরকার, আ’লীগ নেতা প্রভাষক মাহাবুবুর রহমান, আব্দুল জলিল, আব্দুস সালাম, সিরাজ উদ্দিন সুরুজ, মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ছাত্রলীগ নেতা মিলন, আব্দুল মজিদ প্রমূখ। উল্লেখ্য, বাগমারার নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি এলাকায় শীতার্ত অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছেন।